
আইপিএলের আসন্ন মৌসুমে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অংশ নিতে যাচ্ছেন জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আগামী মার্চের শেষ দিকে শুরু হয়ে প্রায় দুই মাসব্যাপী চলবে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।
তবে প্রতিযোগিতা শুরুর আগেই বিব্রতকর ঘটনায় শিরোনামে উঠে এসেছে আইপিএল। মোস্তাফিজকে দলে নেওয়ার বিরোধিতা করে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কিছু ধর্মীয় নেতা মাঠ ভাঙচুরের হুমকি দিয়েছেন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতা নাইট রাইডার্সকে বয়কটের দাবিও উঠেছে।
উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ নিউজ ১৮-কে দেওয়া এক বক্তব্যে বলেন, “বাংলাদেশি খেলোয়াড়কে মাঠে নামালে কলকাতাকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে।” তিনি আরও বলেন, “বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা, প্রয়োজনে তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে।”
এদিকে, মোস্তাফিজ কতদিন আইপিএলে খেলতে পারবেন তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “মোস্তাফিজকে দেখভাল করে ক্রিকেট অপারেশন্স বিভাগ। আমার থেকে তারা এ বিষয়ে ভালো বলতে পারবে। তারপরও বিষয়টি আমি আলোচনা করব। আইপিএলের সময় বাংলাদেশের কী কী সিরিজ আছে, কোথায় তাকে দরকার আর কোথায় দরকার নেই—এসব অপারেশন্স বিভাগ বিবেচনা করবে।”
অন্যদিকে, বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, আগামী বছরের এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার সূচি রয়েছে। ফলে জাতীয় দলের ব্যস্ততা মোস্তাফিজের আইপিএল অংশগ্রহণে প্রভাব ফেলতে পারে।
এ পরিস্থিতিতে মোস্তাফিজের আইপিএল ভবিষ্যৎ এবং কলকাতা নাইট রাইডার্সের অবস্থান নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে নানা আলোচনা চলছে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।