
নবীনগরে পারিবারিক বিরোধের জেরে বিয়াইয়ের হাত ভাঙার অভিযোগ, নারীসহ আহত একাধিক
প্রতিবেদক: আরিফুর ইসলাম | নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বিয়াইয়ের হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার (তারিখ উল্লেখ নেই) রাতে নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কর্ণিকাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও আহতদের স্বজনদের ভাষ্যমতে, কর্ণিকাড়া গ্রামের হারুন মিয়া (৫০) ও তার স্ত্রী হেলেনা বেগম (৪৫)-এর সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরেই শনিবার রাতে একই গ্রামের ওয়ারুকানী (৪৫)-এর স্ত্রী মরিয়ম বেগমসহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা হারুন মিয়ার শ্যালক হেলাল মিয়াকে লক্ষ্য করে আঘাত করলে তার হাত ভেঙে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা নারীসহ আরও কয়েকজন আহত হন।
আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক হেলাল মিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনায় আহত মরিয়ম বেগম বলেন,
“আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। যেকোনো সময় আবার হামলা হতে পারে। প্রশাসনের কাছে আমরা নিরাপত্তা ও ন্যায়বিচার চাই।”
নবীনগর থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনাকে কেন্দ্র করে কর্ণিকাড়া গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।