
ডা. তিথি আজিজের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ
প্রতিবেদক: মোঃ জাকির হোসেন | বিশেষ প্রতিনিধি
নোয়াখালীর চাটখিল উপজেলায় ফের ভুল চিকিৎসার অভিযোগে এক প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, চাটখিল শিশু কিশোর এন্ড স্পেশালাইজড হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসকের অবহেলার কারণে ওই প্রসূতির মৃত্যু হয়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ অনুযায়ী, গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে উপজেলার পুরুষোত্তমপুর ঘোষের বাড়ির বাসিন্দা মোহাম্মদ দুলালের স্ত্রী নিশি আক্তার (২৭)-এর তৃতীয়বারের মতো সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনটি করেন হাসপাতালের চিকিৎসক ডা. তিথি আজিজ।
অভিযোগে বলা হয়, অপারেশনের পরপরই প্রসূতি নারীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। পরিস্থিতি গুরুতর হলে তাকে নোয়াখালী সদর এলাকার একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নিশি আক্তারের মৃত্যু হয়।
নিহতের স্বজনদের দাবি, অপারেশনের ত্রুটি ও চরম অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে। তারা আরও অভিযোগ করেন, ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ তিন লক্ষ টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।
স্থানীয়দের অভিযোগ, চিকিৎসক ডা. তিথি আজিজের বিরুদ্ধে এর আগেও ভুল চিকিৎসায় একাধিক রোগীর মৃত্যুর অভিযোগ রয়েছে। সেসব ঘটনাও প্রভাবশালীদের মাধ্যমে আড়াল করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। সচেতন মহল দ্রুত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে স্বাস্থ্য বিভাগের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ ও অভিযুক্ত চিকিৎসক ডা. তিথি আজিজের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।