
আইপিএল ২০২৬-এর আগে কেকেআর স্কোয়াড থেকে বাদ পড়লেন মোস্তাফিজুর রহমান
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক
আইপিএল ২০২৬ মৌসুম শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে জানান, “সাম্প্রতিক সময়ে চারপাশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে বিসিসিআই কেকেআরকে নির্দেশ দিয়েছে তাদের দল থেকে বাংলাদেশের একজন খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে। একই সঙ্গে কেকেআর চাইলে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে।”
যদিও বিসিসিআই আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের নির্দিষ্ট কোনো কারণ প্রকাশ করেনি। তবে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে কেকেআর ও তাদের মালিক শাহরুখ খানের বিরুদ্ধে কিছু রাজনৈতিক ও ধর্মীয় নেতার সমালোচনার প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিসিসিআইয়ের নির্দেশ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কেকেআর এক বিবৃতিতে জানায়, “বিসিসিআইয়ের নির্দেশনা অনুযায়ী সকল নিয়ম মেনেই আলোচনা শেষে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে।”
এদিকে, এই ঘটনার এক দিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশের হোম সিজনের সূচি ঘোষণা করেছে। সূচি অনুযায়ী ২০২৬ সালের মার্চে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ, যা এর আগে ২০২৫ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এছাড়া ফেব্রুয়ারি-মার্চে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নেবে বাংলাদেশ দল।
উল্লেখ্য, ২০১৬ সালে আইপিএলে অভিষেক হওয়া মোস্তাফিজুর রহমান এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। আইপিএলে ৬০ ম্যাচে তার শিকার ৬৫ উইকেট। সর্বশেষ নিলামে কেকেআর তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায়। আইপিএল ২০২৬ মৌসুমের আগে তিনিই একমাত্র বাংলাদেশি ক্রিকেটার ছিলেন, যিনি কোনো দলে জায়গা পেয়েছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলছেন।
পুরো বিষয়টি নিয়ে শিগগিরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিক বিবৃতি দিতে পারে বলে জানা গেছে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।