
প্রতিবেদক: মোঃ সোবেল মিয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জননেতা এমএ হান্নান।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নাসিরনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের সময় বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। এ সময় তাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মনোনয়নপত্র দাখিল শেষে এমএ হান্নান গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, জনগণের ভোট ও দোয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে নাসিরনগরের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে কাজ করাই তার মূল লক্ষ্য।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে রাজনৈতিক তৎপরতা ও নির্বাচনী কার্যক্রম দিন দিন আরও জোরদার হচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক মহল।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।